Header

আবারও সোলসের সঙ্গে গাইলেন নকীব খান

ছবি- বাংলাট্রিবিউন

আবারও সোলসের সঙ্গে গাইলেন নকীব খান

১৯৮৫ সালে সোলস ছেড়ে রেনেসাঁ গঠন করেন নকীব খান। এরপর ব্যান্ড নিয়ে ব্যস্ত হয়ে যান এই সংগীততারকা। আলাদা হলেও প্রায় পাশাপাশি চলেছে দুটি ব্যান্ড।
তবে এবার পুরনো ব্যান্ড সোলসের সঙ্গে একই মঞ্চে গাইলেন নকীব খান। গ্লোবাল পেমেন্ট ও প্রযুক্তি কোম্পানি মাস্টারকার্ড আয়োজিত ‘মাস্টারকার্ড পেমেন্ট সামিট ২০১৯’ অনুষ্ঠানে একসঙ্গে গান পরিবেশন করেন নকীব খান, নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া।
বিস্তারিত- http://www.banglatribune.com/entertainment/news/592509/সোলসের-সঙ্গে-গাইলেন-নকীব-খান